kolkata

1 year ago

Naushad Siddiqui:বিজেপি ও তৃণমূলকে পরাজিত করতে ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট বাঁধতে তৈরি আইএসএফ : নওশাদ সিদ্দিকী

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কালিয়াচক  : বিজেপি ও তৃণমূলকে পরাজিত করতে ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট বাঁধতে তৈরি আইএসএফ। আর যদি জোট না হয়, তাহলে একাই লড়বেন তাঁরা। কালিয়াচকের সভা থেকে বিজেপি ও তৃণমূলকে এইভাবে আক্রমণ করলেন আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) বিধায়ক নওশাদ সিদ্দিকী।

 কালিয়াচকের নজরুল ভবনে সাংগঠনিক সভা করেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘একমাত্র আইএসএফ পারে সুশাসন দিতে এবং মানুষের অধিকার রক্ষা করতে। রাজনৈতিক স্বচ্ছতা না থাকলে মানুষ ভরসা করবে না। ফ্যাসিস্ট বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে আইএসএফ।’

You might also like!