kolkata

5 hours ago

Metro travel opportunity: অবিশ্বাস্য! ১০ টাকারও কম খরচে মেট্রোতে সফরের সুযোগ, জেনে নিন ভাড়া

Metro travel under 10 taka
Metro travel under 10 taka

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে শহরের তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো পরিষেবা। তালিকায় রয়েছে রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন মেট্রোপথ, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্প্রসারণ, এবং নোয়াপাড়া থেকে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাত্রী পরিষেবা। একাধিক রুট চালু হওয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নতুন ভাড়ার তালিকা। বিশেষত বিমানবন্দর স্টেশন থেকে যাতায়াতের ক্ষেত্রে কত ভাড়া দিতে হবে, তা নিয়েই যাত্রীদের মধ্যে কৌতূহল সবচেয়ে বেশি। সেই আগ্রহের কথা মাথায় রেখেই একাধিক রুটের হালনাগাদ ভাড়া জানিয়ে দেওয়া হয়েছে।এক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ৭০ টাকা। একনজরে দেখে নেওয়া যাক বিমানবন্দর থেকে কোন কোন স্টেশনের ক্ষেত্রে কত টাকা ভাড়া পড়বে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দর থেকে যশোর রোড যেতে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা। তবে সংশ্লিষ্ট এই স্টেশন থেকেই নোয়াপাড়া যেতে ভাড়া পড়বে ২০ টাকা। অন্যদিকে বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত টিকিটের দাম ৪০ টাকা, বিমানবন্দর-কবি সুভাষ রুটে ৪৫ টাকা, বিমানবন্দর-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) রুটে ৬৫ টাকা, বিমানবন্দর-হাওড়া রুটে ৫০ টাকা, বিমানবন্দর থেকে সেক্টর ৫ বা করুণাময়ী যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের দিতে হবে ৭০ টাকা ভাড়া। এই রুটে এটিই সর্বোচ্চ ভাড়া।
কলকাতা বিমান বন্দর স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন। ইতিমধ্যে সেজে উঠেছে এই স্টেশন। মাটির নিচে তৈরি হওয়া এটি এশিয়ার অন্যতম বড় স্টেশন। নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দূরত্ব হচ্ছে ৭.০৪ কিলোমিটারের মতো। তার মধ্যে ১.৮ কিমির অংশ মাটির নীচে আছে। ৫.২৩ কিমি অংশ আছে মাটির উপরে।

You might also like!