kolkata

5 hours ago

Medical students protest:রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আচমকা ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় প্রতিক্রিয়া

medical college admissions closure
medical college admissions closure

 

কলকাতা, ১৯ আগস্ট : রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আচমকাই বন্ধ হয়ে গেল ভর্তি প্রক্রিয়া! এমবিবিএস, বিডিএস কোর্সে আপাতত কাউকে ভর্তি করা হচ্ছে না। স্বাস্থ্যভবনের এহেন নোটিশ পেয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণরা।

স্বাস্থ্যভবনের এই নোটিশের বিরোধিতা করেছে বিভিন্ন সংগঠন। ফের কবে তাঁরা মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি কোর্স শুরুর সুযোগ পাবেন, জানেন আগ্রহীরা। ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, ওবিসি জটের কারণেই রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে নতুন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে না।

স্বাস্থ্যভবনের অন্দরের খবর, কিছু আইনি জটিলতার জন্য এই সিদ্ধান্ত। আর তাতেই অনুমান করা হচ্ছে, ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট নিয়ে আইনি জট এখনও কাটেনি। বিষয়টি বিচারাধীন। সেই কারণেই ডাক্তারিতে ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হল। হয়ত মামলার নিষ্পত্তি হওয়ার অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ওবিসি নিয়ে এই জটিলতার কারণে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলও প্রকাশ করা যায়নি।

You might also like!