kolkata

1 hour ago

Hindol Majumdar release protest:হিন্দোল মজুমদারের মুক্তির দাবিতে মিছিল

March demanding the release of Hindol Majumdar
March demanding the release of Hindol Majumdar

 

কলকাতা, ১৮ আগস্ট : যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদারের মুক্তির দাবিতে মিছিল। পথে যাদবপুরের পড়ুয়া, গবেষক, অধ্যাপক, প্রাক্তনীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল হয় এদিন।

এদিকে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে আদালতে পেশ করা হচ্ছে সোমবার। গত সপ্তাহে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হন হিন্দোল মজুমদার। যাদবপুরের প্রাক্তনী হিন্দোল বর্তমানে স্পেনে গবেষণারত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় গ্রেফতার হন হিন্দোল।গত সপ্তাহে ট্রানজিট রিমান্ডে এনে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। হিন্দোলকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশি হেফাজতের মেয়াদ শেষে হিন্দোলকে ফের আদালতে পেশ করা হচ্ছে সোমবার।

You might also like!