Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Life Style News

2 hours ago

Mixer grinder effects:মিক্সারে স্মুদি বা চাটনি বানালে কি কমে যায় পুষ্টিগুণ?

smoothies nutrition
smoothies nutrition

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ফল রস করে খাওয়ার বদলে গোটা ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, কারণ রস করলে নাকি কমে যায় পুষ্টিগুণএমন ধারণা প্রচলিত। আজকাল ধনেপাতাবাদামের চাটনি থেকে শুরু করে নানা রকম স্মুদি তৈরিতে মিক্সারের ব্যবহার বাড়ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়মিক্সারে ঘুরিয়ে নিলে কি সত্যিই কমে যায় খাবারের পুষ্টি, নাকি বেড়ে যায় তার গ্লাইসেমিক ইনডেক্স?

পুণের এক পুষ্টিবিদ ইনস্টাগ্রামে এক পোস্টে জানাচ্ছেন, এক এক খাবারের ক্ষেত্রে এক একরকম হয়। সাধারণত, প্রোটিন, খনিজ, ভিটামিনে তেমন কোনও তফাত হয় না এটি মিক্সারে ঘুরিয়ে নিলে বা বেটে নিলে। প্রোটিন শেক থেকে মিল্ক শেক, স্মুদি সবই এখন তৈরি হয় মিক্সারেপুষ্টিবিদের কথায়, অনেকেই আছেন যাঁদের ফল, বীজ সহ্য হয় না। কিন্তু স্মুদি করে বা সমস্ত উপকরণ মিক্সারে ঘুরিয়ে খেলে হজম করা সহজ হয়ে যায়। খেতেও সুবিধা হয়। এমনও লোক আছেন যাঁদের বাদাম বা বীজ সহ্য না হলেও, মাখন হিসাবে বা গুঁড়িয়ে বা বেটে খেলে হজম করতে অসুবিধা হয় না।

তবে ফলের রসের ক্ষেত্রে বিষয়টি আলাদা। ফলের রস তৈরির সময় কিছু ফাইবার বাদ পড়ে যায়। ভিটামিন সি, বি কমপ্লেক্সের মতো পুষ্টিগুণও কমে যায়। সেই কারণে সবসময়ই গোটা ফল খেতে বলা হয়

বেটে বা মিক্সারে ঘোরানো খাবারে কখনও কখনও গ্লাইসেমিক ইনডেক্স সামান্য বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রা মাপা হয় গ্লাইসেমিক ইনডেক্স দিয়েগ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার অর্থ, সেই খাবার খেলে চট করে রক্তে শর্করার মাত্রা বাড়বে না। বিশেষত ডায়াবেটিকদের জন্য গ্লাইসেমিক ইনডেক্স কম, এমন খাবার খাওয়ার পরামর্শই দেওয়া হয়।পুষ্টিবিদ বলছেন, বেটে বা মিক্সারে ঘুরিয়ে কোনও খাবার প্রস্তুত করলে এর মধ্যস্ত কার্বোহাইড্রেট ভেঙে শর্করা তৈরি হয়। ফলে গ্লাইসেমিক ইনডেক্স একটু বেড়ে যেতে পারে। কিন্তু সেই খাবারে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট যুক্ত থাকলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে। বিশেষ সমস্যা হয় না|

পুষ্টিবিদের পরামর্শ

.খাবারের পুষ্টিগুণ যাতে যথাযথ থাকে তাই খাবার খাওয়ার আগে সেটি মিক্সারে ঘুরিয়ে নেওয়া উচিত বা বেটে নেওয়া উচিত।

.দীর্ঘ ক্ষণ ধরে মিক্সার চললে এবং তার ফলে অতিরিক্ত তাপ তৈরি হলে পুষ্টিগুণ কিছুটা কমতে পারে।

.সবুজ পানীয় বা চাটনির রং নষ্ট হয়ে যায় খোলা জায়গায় বা বাটিতে কিংবা গ্লাসে রাখলে। একটি পাতিলেবু মিশিয়ে নিলে জারণ প্রক্রিয়ার গতি হ্রাস পাবে। পানীয় বা চাটনির রং ঠিক থাকবে।

You might also like!