কলকাতা, ৬ এপ্রিল: এখনও বৈশাখ মাস আসেনি। এপ্রিলের শুরু থেকেই গরমের দাপটে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন। গরম এখনও কমেনি, তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের। পশ্চিমের জেলাগুলি ইতিমধ্যেই তাপপ্রবাহ জ্বলেছে। এ সবের মধ্যেই চোখ রাঙাচ্ছে কালবৈশাখীও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ এপ্রিলের পর পশ্চিমের জেলা এবং ৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
স্বস্তির বার্তা বয়ে আনছে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গ লাগোয়া সাগরের উপরে সরে আসছে। তাই জলীয়বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, জলীয়বাষ্প যত ঢুকবে ততই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিকে জলীয়বাষ্পর আগমণে শরীর থেকে ঘাম যেমন ঝরবে, তেমনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।