কলকাতা, ৯ মার্চ : রেললাইনের ওপর পড়ে রয়েছে তাজা বোমা, এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন রেললাইনে ওই বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়াল এলাকায়। শনিবার সকালে কাঁকিনাড়া রেল স্টেশনের দু’নম্বর লাইনের উপরে ওই বোমা উদ্ধার হয়। তবে যখন ওই বোমার সন্ধান মেলে, তত ক্ষণে তার উপর দিয়ে চলে গিয়েছে একটি ট্রেন। সৌভাগ্যবশত বোমাটি ফাটেনি।
কাঁকিনাড়া স্টেশনে যখন এই বোমা উদ্ধার হয় তখন অফিস যাওয়ার জন্য স্টেশনে ভিড় করেছেন নিত্য যাত্রীরা। অফিস যাওয়ার এই সময়ে ঘনঘন ট্রেন চলাচল করে। তবে বোমা উদ্ধারের খবর পাওয়ার পরই কিছু ক্ষণের জন্য থমকে যায় পরিষেবা। এর পরে সমস্ত ট্রেন চার নম্বর লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ঘটনাটির খবর পাওয়া মাত্রই কাঁকিনাড়া স্টেশনে এসে পৌঁছয় রেল পুলিশ বাহিনী এবং জিআরপির দল। ডাকা হয় বোমা বিশেষজ্ঞদেরও। সতর্কতার সঙ্গে বোমাটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়েও যাওয়া হয়।