দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসামনেই লোকসভা নির্বাচন। আর ভোটের প্রস্তুতি যে শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রচার থেকেই তা স্পষ্ট। ভোট কবে, তা এখনও স্পষ্ট না হলেও হাতে আর খুব বেশি সময় নেই। বুধবার এই নিয়েই নির্বাচনী বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। দুই পরগনা সহ উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা নিয়েও বৈঠক করবেন তিনি।
বুধবার কমিশনের দফতরে দুপুর ৩টে নাগাদ কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কমিশন। এরপর বিকেল ৫ টা নাগাদ উত্তর ও দক্ষিণ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলাদা একটি বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। পুলিশের দায়িত্ব প্রাপ্ত আধিকারিদেরও সংশ্লিষ্ট বৈঠকে থাকার কথা রয়েছে। পাশাপাশি কমিশনের দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে আয়কর-ইডি সহ বিভিন্ন এজেন্সির ভোট সংক্রান্ত বিষয় নিয়েও বৈঠক রয়েছে।
১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী। ৭ মার্চ আরও ৫০ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে। দেড়শো কোম্পানি বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে সেই বিষয়ে কমিশনের সিইওর দফতরে বৈঠকে আলোচনা হবে। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সন্দেশখালি, বসিরহাট সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাহিনী মোতায়েন করা হবে। কলকাতা সহ রাজ্যর অন্য কোন কোন জেলায় বাহিনী মোতায়েন হতে পারে সেই নিয়ে সিদ্ধান্ত নিতেই বৈঠকে বসছে কমিশন।
রাজ্যে ৫১ হাজার জামিন অযোগ্য ধারায় মামলার নিষ্পত্তি হয়নি। সেই অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে লোকসভা ভোটের আগে সেই দিকেও নজর রাখছে কমিশন।