kolkata

1 year ago

Khalistani Row IPS Jaspreet Singh:শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চেয়ে আদালতের দ্বারস্থ রাজ্য ,অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

Division Bench of Chief Justice allowed state to approach court seeking FIR against Shuvendu
Division Bench of Chief Justice allowed state to approach court seeking FIR against Shuvendu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR নথিভুক্ত করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।'খালিস্তানি' মন্তব্য করার জন্য নাম না করে বিরোধী দলনেতার নামে এফআইআর দায়ের করার আর্জি জানান হয়েছে। তাঁর বিরুদ্ধে অনুমতি ছাড়া এফআইআর দায়ের করা যাবে না, এমন নির্দেশ রয়েছে আদালতের। সেই মর্মেই মামলা দায়ের করার আবেদন রাজ্যের।

এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের আইনজীবী। তাঁর বক্তব্য, এই মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের। তবে উনি এখন না থাকায়, এই মামলা শোনার জন্য বেঞ্চ ঠিক করে দিক আদালত। এই আর্জি জানিয়েছেন রাজ্যের আইনজীবী। 

এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলা বিচারপতি জয় সেনগুপ্তই শুনবেন বলে জানান হয়েছে। তবে তিনি এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সার্কিট বেঞ্চে রয়েছেন। তাই প্রয়োজনে অনলাইনে হবে মামলার শুনানি। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। 

শুভেন্দু অধিকারী আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি যাওয়ার পরই রাজ্য বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ হয়েছিল। তখনই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর-এর আবেদন করা হয়। কিন্তু বিচারপতি জানান, প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসেই শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ সহ একাধিক মামলার শুনানি চলছে। তাই তাঁর কাছে আবেদন করতে হবে। এরপরই রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল এই বিষয়ে। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করতে হলে আদালতের অনুমতি নিতে হবে, প্রথমে সেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। শীর্ষ আদালত সেই নির্দেশ খারিজ করে পুনরায় তা হাইকোর্টে পাঠিয়ে দেয়। পরে আদালত জানায়, এরপর থেকে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য আদালতের অনুমতি নিয়ে হবে।


You might also like!