কলকাতা, ১২ ফেব্রুয়ারি : সোমবার সকালেই অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ শেষ করে তিনি সোজা পৌঁছে যান বেসরকারি হাসপাতালে যেখানে অভিনেতা চিকিৎসাধীন।
দিলীপ ঘোষ তাকে একটি গোলাপ ফুল উপহার দিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন। কিছুক্ষণ নিজেদের মধ্যে বার্তালাপ এর খুনসুটি চলে। তবে এদিন মিঠুনকে খোশমেজাজে দেখা গেলো। তাঁর শারীরিক অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে জানা গিয়েছে। চিকিৎসকরা আগেই জানিয়েছেন মিঠুন এখন স্থিতিশীল। আর এদিন সকালে সেই চেনা ছন্দেই তাঁকে দেখা গেলো হাসপাতালের কেবিনে।
গত শনিবার সকাল ৯.৪০ নাগাদ তাঁকে কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যেই তাঁর সঙ্গে রাজনৈতিক নেতারা ছাড়াও, দেবশ্রী রায়, দীপক অধিকারী, রাজ চক্রবর্তী, সহম সহ একগুচ্ছ অভিনয় জগতের কলা কুশলিরা দেখা করেন।