kolkata

1 year ago

West Bengal Government: ধরনায় রাজ্যের মুখ্যমন্ত্রী! ৪৫৬ কোটি টাকা কেন্দ্রের তরফে

Dharna state chief minister! 456 crore from the Centre
Dharna state chief minister! 456 crore from the Centre

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মেটানোর জন্য কেন্দ্রকে 'ডেডলাইন' বেঁধে দিয়েছিলেন। আজ ধর্নায় মুখ্যমন্ত্রী, এর আগেই কেন্দ্র থেকে পাওয়া গেল টাকা! সূত্রের খবর, জল জীবন মিশনের আওতায় রাজ্যকে ৪৫৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।

শুক্রবার রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, কেন্দ্রের থেকে বকেয়া। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি জানান, যদি রাজ্য প্রশাসন কেন্দ্রের নিয়ম মানে সেক্ষেত্রে তাড়াতাড়ি বকেয়া টাকা মিটিয়ে ফেলা হবে। উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি দিল্লিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এরই মধ্য়ে কেন্দ্রের টাকা দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'বাংলার যে বকেয়া রয়েছে তা শীঘ্রই মিটিয়ে ফেলা হবে। তবে এক্ষেত্রে কেন্দ্র যে নিয়মগুলি উল্লেখ করেছে তা মানতে হবে। রাজ্যের কাছে একাধিক বিষয় নিয়ে কেন্দ্র প্রশ্ন করে। রাজ্য সেগুলির জবাব দিচ্ছে। কয়েকটি বিষয় নিয়ে আমিও পর্যালোচনা করছি। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে বিষয়টি উত্থাপন করা হয়েছে।' পাশাপাশি একটি ভিডিয়ো বার্তায় বোসের দাবি, বাংলার মানুষ যাতে ন্যায় পান সেই কারণে মোদী সরকার পদক্ষেপ করছে।

উল্লেখ্য, কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার বকেয়া না মেটানোর অভিযোগ তুলেছে রাজ্য। এর আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের অন্যান্য সাংসদরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।


You might also like!