kolkata

1 year ago

Debraj Chakraborty : দ্বিতীয় বার সিবিআই সমনে সাড়া, নিজাম প্যালেসে হাজিরা অদিতির কাউন্সিলর স্বামী দেবরাজের

Debraj Chakraborty  (File picture)
Debraj Chakraborty (File picture)

 

কলকাতা, ৩১ জানুয়ারি : দ্বিতীয় বার সিবিআই-এর তলবে সাড়া দিলেন দেবরাজ চক্রবর্তী, বুধবার নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে হাজিরা দিয়েছেন বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার বেলা ১১টা নাগাদ দেবরাজ হাজির হন নিজাম প্যালেসে। ইতিমধ্যেই সিবিআই-এর মুখোমুখি হয়েছেন তিনি।

শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’তে যুক্ত থাকার অভিযোগে গত নভেম্বরে দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এমনকি, বিধায়ক স্ত্রী অদিতির গানের স্কুলেও তল্লাশি চালানো হয়েছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে দেবরাজের কাছ থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল। সেগুলি বাজেয়াপ্ত করে সিবিআই। এর আগে গত বৃহস্পতিবার দেবরাজ এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তলব করেছিল সিবিআই। টানা জেরা চলে তাঁদের। এরপর বুধবার ডেকে পাঠানো হয় দেবরাজকে, সেই মতো এদিন হাজিরা দিয়েছেন তিনি।


You might also like!