kolkata

1 year ago

ED Raid: পিএফ-এর টাকা না পাওয়ার অভিযোগ, হাওড়া ও কলকাতা মিলিয়ে তিন স্থানে ইডি-র তল্লাশি

ED Raid (File Picture)
ED Raid (File Picture)

 

কলকাতা, ২০ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাহিনী নিয়ে আবারও তল্লাশি অভিযানে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। এই জায়গাগুলি হল হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল। বালিগঞ্জে জুটমিলটির মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ‘ডেল্টা’ সংস্থার অফিস।

ইডি সূত্রে খবর, ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলার তদন্তের সূত্রেই তাদের এই তল্লাশি অভিযান। আগেই এই মামলায় ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে পিএফ-এর টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। ২১ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেছিলেন শ্রমিকরা। সেই অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু করেছে ইডি।

You might also like!