কলকাতা: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় বড় বদল। তৎকাল রিভিউয়ের পর বদলে গেল তিন জনের ব়্যাঙ্ক। শুধু তাই নয়, নতুন করে প্রথম ১০-এ জায়গা পেয়েছে আরও ১২ জন ছাত্র-ছাত্রী। ফলে এবারের মেধাতালিকার আকার ৫৮ থেকে বেড়ে দাঁড়াল ৭০।
চলতি বছরের ৮ মে দ্বাদশের বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লোকসভা নির্বাচন চলায় দু’দিন পর অর্থাৎ ১০ তারিখ মার্কশিট ও শংসাপত্র হাতে পায় পড়ুয়ারা। এর পরই জমা পড়তে শুরু করে রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র।
উল্লেখ্য, পড়ুয়াদের কথা ভেবে এবারই প্রথম তৎকাল রিভিউ পদ্ধতি চালু করেছে সংসদ। এতে ৭ দিনের মধ্যে প্রাপ্ত নম্বরের কোনও বদল হল কিনা তা জানতে পারছে পড়ুয়ারা। তবে তৎকাল রিভিউর আবেদনের ফি রাখা হয়েছে অনেকটাই বেশি।