কলকাতা, ২২ ফেব্রুয়ারি : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার ডেকে পাঠানো হল বোলপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে বৃহস্পতিবারই তাঁকে কলকাতার অফিসে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী মলয় কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। দু’জনের ঘনিষ্ঠতা ছিল যথেষ্টই। এমন কি কেষ্ট যে গাড়িতে ঘুরতেন, সেই গাড়িটিও ছিল আদতে মলয়ের নামে। গরু পাচার মামলায় মলয়কে আগেও একাধিক বার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এ বার মলয় সিবিআইয়ের তলবি নোটিস পেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।