দিনহাটা, ২ ফেব্রুয়ারি : কোচবিহারের দিনহাটার জারিধরলা ও দরিবস গ্রামের ১৭ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল বিএসএফ । শুক্রবার তাদের পরীক্ষাকেন্দ্র ওকড়াবাড়ি হাইস্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জানা গিয়েছে, জারিধরলা ও দরিবস গ্রামে ২৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তারা সকলেই গিতালদহ হাইস্কুলের ছাত্র-ছাত্রী। তাদের পরীক্ষাকেন্দ্র দিনহাটার ওকড়াবাড়ি হাইস্কুল। বাংলাদেশ লাগোয়া সীমান্ত গ্রাম জারিধরলা ও দরিবস গ্রাম থেকে দুটো নদী পেরিয়ে, বালুচর হেটে গিতালদহে পৌঁছে তারপর ওকড়াবাড়ি স্কুলে যেতে সমস্যায় পড়তে হবে পরীক্ষার্থীদের। তাই বিএসএফের তরফে এই উদ্যোগ নেওয়া হয়।