kolkata

1 year ago

Cooch Behar :দিনহাটায় মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিল বিএসএফ

BSF has delivered the secondary examination students to the center during the day
BSF has delivered the secondary examination students to the center during the day

 

দিনহাটা, ২ ফেব্রুয়ারি  : কোচবিহারের দিনহাটার জারিধরলা ও দরিবস গ্রামের ১৭ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল বিএসএফ । শুক্রবার তাদের পরীক্ষাকেন্দ্র ওকড়াবাড়ি হাইস্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জানা গিয়েছে, জারিধরলা ও দরিবস গ্রামে ২৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তারা সকলেই গিতালদহ হাইস্কুলের ছাত্র-ছাত্রী। তাদের পরীক্ষাকেন্দ্র দিনহাটার ওকড়াবাড়ি হাইস্কুল। বাংলাদেশ লাগোয়া সীমান্ত গ্রাম জারিধরলা ও দরিবস গ্রাম থেকে দুটো নদী পেরিয়ে, বালুচর হেটে গিতালদহে পৌঁছে তারপর ওকড়াবাড়ি স্কুলে যেতে সমস্যায় পড়তে হবে পরীক্ষার্থীদের। তাই বিএসএফের তরফে এই উদ্যোগ নেওয়া হয়।


You might also like!