kolkata

1 year ago

Lok Sabha Election 2024:ক্ষুব্ধ অর্জুনকে ফোন ববির,কী জানালেন ব্যারাকপুরের সাংসদ ?,নতুন প্রস্তাব নিয়ে শাসক তৃণমূলে জল্পনা

(Left) Arjun Singh, Firhad Hakim
(Left) Arjun Singh, Firhad Hakim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটে ব্যারাকপুরে প্রার্থী হতে না পারায় ‘ক্ষুব্ধ’ অর্জুন সিংহকে দলে ধরে রাখতে তৎপরতা তৃণমূলে। শাসকদল সূত্রের খবর, সোমবার একের পর এক মন্তব্যে নিজের ক্ষোভের কথা জানানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিম অর্জুনকে ফোন করেন। সেই ফোনে অর্জুনের ক্ষোভ প্রশমনে দলের পক্ষে ফিরহাদ কিছু ‘বার্তা’ দিয়েছেন। অর্জুনকে সাংসদের পরিবর্তে রাজ্য প্রশাসনের অংশ হওয়ার জন্য নির্দিষ্ট ‘প্রস্তাব’ দেওয়া হয়েছে। তবে কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। অর্জুন মন্তব্য এড়িয়ে গিয়েছেন। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘নতুন’ প্রস্তাবটি পেয়ে তিনি কিঞ্চিৎ দোনামোনায় রয়েছেন।ঠিক কী কথা হয়েছে তাঁর সঙ্গে ? তা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম ৷

ফিরহাদের দাবি, "কাল আমার সঙ্গে কথা হয়েছে ৷ আমি অর্জুন সিংকে বিকল্প প্রস্তাব দিয়েছি ৷ ও আমাকে বলেছে দল ছেড়ে কোথাও যাচ্ছি না ৷ নিশ্চই ওর একটা আশাআকাঙ্খা ছিল ৷ তবে, এটা দলের সিদ্ধান্ত ৷ দলের মধ্যেই থাকবে ৷" যদিও, লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে অর্জুন সিং দাবি করেছেন, "আমি ব্যারাকপুর ছাড়া কিছু ভাবি না ৷ দল ভাবছে ভাবুক ৷ বিজেপি থেকে তৃণমূলে আসা আমার ভুল ছিল ৷ এই প্রসঙ্গে ফিরহাদ দাবি করেছেন, "ও কী বলছে, সেটা ওর ব্যক্তিগত বিষয় ৷ কাল ও মঞ্চে ছিল ৷ দলের অনুমতি নিয়েই ওকে জানিয়েছি, যে দল ওকে বিকল্প ব্যবস্থা করে দেবে ৷"

ঘাসফুল শিবির তাঁকে নিয়ে বিকল্প ভাবনাচিন্তা করেছে ৷ সেটা হল, একাধিক বিধায়ককে দাঁড় করানো হয়েছে লোকসভা ভোটে ৷ সেক্ষেত্রে তাঁরা জিতলে, তেমন কোনও বিধানসভা থেকে অর্জুন সিংকে জিতিয়ে এনে মন্ত্রিত্ব দেওয়া ৷ আবার রাজ্যসভার সাংসদকেও লোকসভার টিকিট দেওয়া হয়েছে ৷ সেই প্রার্থী জিতলে, খালি হওয়া রাজ্যসভার আসনে অর্জুন সিংকে পাঠানো ৷ তবে, অর্জুন সিং যেহেতু ব্যারাকপুর অঞ্চলের বাইরে বের হতে রাজি নন, তাই আলোচনা সাপেক্ষে ও পরিস্থিতি বুঝে পার্থ ভৌমিক জিতলে, তাঁকে নৈহাটি থেকে জিতিয়ে বিধায়ক ও পরবর্তী সময়ে মন্ত্রী করার ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তবে এখনই মুখ্য়মন্ত্রী এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ৷ সবটাই নির্ভর করছে লোকসভার ফলাফলের উপর ৷

গত রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42 আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল ৷ সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয় ৷ আর তাতেই বেজায় চটেছেন 2019 সালে বিজেপি টিকিটে জিতে ও পরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসা সাংসদ অর্জুন সিং ৷

তিনি ক্ষোভপ্রকাশ করে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু, তিনি কথা রাখেননি ৷ সোমবার এনিয়ে ফের সংবাদ মাধ্যমের সামনে তিনি অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তৃণমূল আসাটা খানিকটা ভুল হয়ে গেছে তাঁর ৷ তবে, ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ফোন কথা হওয়ার বিষয়টিও জানিয়েছেন অর্জুন ৷


You might also like!