Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Lok Sabha election 2024:বিজেপি প্রার্থীর স্বামী বিএসএফ কর্তা, তবু ভোটের সময় সরানো হয়নি: মমতার নিশানায় কমিশন

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 মালদহর নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "বিজেপি প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে অসুবিধা হয় না! আর আমাদের বিধায়ক লাভলি (মৈত্র)-র স্বামী পুলিশকর্তা হলে সমস্যা?"

মমতা আরও বলেন, "গতবারেও যখন এখানে বিজেপি প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন, তখন ওর স্বামী ডিউটিতে ছিলেন। এখন রিটায়ার করেছেন কি না জানি না।"

মালদহ দক্ষিণ লোকসভাটি কংগ্রেসের দখলে। এবি গনিখান চৌধুরীর প্রয়াণের পর ২০০৬ সালে উপনির্বাচনে মালদহ আসনে জিতেছিলেন তাঁর ভাই আবু হাসেম খান চৌধুরী। টানা চার বার তিনি এখানকার সাংসদ। গতবারের মতো এবারেও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। শ্রীরূপার স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা। নাম না করে মমতা তাঁর কথায় বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের মতো লোকসভা নির্বাচনের আগেও কমিশন তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে।

মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, নিয়মটা সকলের ক্ষেত্রে একই হওয়া উচিত। কিন্তু বাস্তবে সেটা হয় না। এজন্য কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণকেই দায়ী করেছেন মমতা।

কমিশনের পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করেছেন মমতা। তাঁর কথায়, "বিজেপি সব বিক্রি করে দিয়েছে। মানবিকতা, সংবিধান সব বিক্রি করে দিয়েছে।’’ 



You might also like!