Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

SSC: সরকারের কথামতোই মাসের শেষ দিনে বেতন জুটল চাকরিহারাদের

As promised by the government, the unemployed got their salary
As promised by the government, the unemployed got their salary

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাকরিহারাদের বেতন দেবে রাজ্য সরকার, একথা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। আর সেই মতই মঙ্গলবার, এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন। তবে এরপর কি হবে? তা নিয়ে দুশ্চিন্তায় ইতি মেলেনি।

চাকরিহারারা জানাচ্ছেন, যেখানে চাকরির ভবিষ্যৎই অনিশ্চিত, সেখানে এক মাসের বেতন তাঁদের তেমন স্বস্তি জোগাতে পারেনি। তাঁরা বলেন, এপ্রিল মাসের অধিকাংশটাই তাঁরা কাজ করেছেন, তাই এ মাসের বেতন মেলার বিষয়ে নিশ্চিত ছিলেন। কিন্তু এর পর কী হবে? চাকরি ফেরত মিলবে? আইনি জট কবে কাটবে? পরের মাসের বেতন মিলবে কি না, সেটাও ধোঁয়াশা। চাকরিহারারা বলেন, স্বস্তি একমাত্র হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ পড়লে বা রায়টি খারিজ হলেই মিলবে। 

প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি ছিল। শুনানিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য। কেন বা কীভাবে এই পোস্ট তৈরি হল তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশনের বেঞ্চের নির্দেশে যে সিবিআই তদন্ত চলছিল, তাতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু কেন এই স্থগিতাদেশ? তার কারণ হিসেবে জানা গিয়েছে, এদিন রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেন, লোকসভা নির্বাচন চলছে। এখন সিবিআই তদন্ত করলে তো পুরো মন্ত্রিসভা জেলে যাওয়ার আশঙ্কা থাকছে। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ স্থগিত রাখার আর্জি জানানো হয়। এর পরই সবদিক বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, কার নির্দেশে এই অতিরিক্ত পদ তৈরি হল, কে কে সুবিধাভোগী তা খতিয়ে দেখা হবে। এদিনের শুনানি শেষে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নষ্ট করা হয়েছিল ওএমআর শিট। এমনকী প্যানেলের বাইরে থেকেও নিয়োগ করা হয়েছে।

You might also like!