kolkata

1 year ago

Fire Breaks out in Tanker in kolkata: মহম্মদ আলি পার্কের কাছে দুর্ঘটনা; তেলের ট্যাঙ্কার উল্টে বাড়িতে আগুন, মৃত্যু চালকের

Fire break out near MD Ali Park (File Picture)
Fire break out near MD Ali Park (File Picture)

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর অবস্থিত কলকাতার মহম্মদ আলি পার্কের কাছে, বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্যাঙ্কার। এরপর সেই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ট্যাঙ্কারের আগুন ছড়িয়ে পড়ে রাস্তার পাশে একটি বাড়িতেও। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই প্রথমে আগুন নেভাতে আসে দমকলের দু''টি ইঞ্জিন। পরে আরও ৮টি ইঞ্জিন আগুন নেভাতে আসে, দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় সকাল সাতটা নাগাদ আগুন আয়ত্তে এসেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ ধর্মতলাগামী একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনার পরেই সেটি থেকে তেল বের হতে শুরু করে এবং ওই তেলে আগুন লেগে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তেল ক্রমশ ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। খানিক ক্ষণ বাদে আরও আটটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকল আরও জানিয়েছে, ওই আগুন রাস্তার পাশে থাকা একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। ওই বাড়িটিতে কোনও বাসিন্দা থাকতেন না। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালকের মৃত্যু হয়েছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।


You might also like!