Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Horoscope

1 year ago

Shani Mantra: শনিবার এই সহজ মন্ত্র পাঠ করলে জীবনে আসবে দ্রুত উন্নতি

Shani Mantra
Shani Mantra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেউই চান না যে, শনিদেবের দৃষ্টি তাঁর উপর পড়ুক। শনিদেবের দৃষ্টি যদি পড়ে, তা হলে জীবন যে দুর্বিষহ হয়ে ওঠে এ কথা কে না জানেন! কিন্তু এই অবস্থা কাটিয়ে ওঠার কিছু প্রক্রিয়া জ্যোতিষ শাস্ত্র মতে রয়েছে। তেমন একটি প্রক্রিয়া হল শনিদেবের কিছু মন্ত্র পাঠ করা। যা সঠিক নিয়মে নিয়মিত করতে পারলে জীবন থেকে শনিদেবের দৃষ্টির প্রকোপ হয়তো কিছুটা হলেও কম হবে।

শনিকে খুশি করার সরল মন্ত্র

ওম শং শনৈশ্চরায় নমঃ

ওম শন্নো দেবির্ভিষ্ঠয়ঃ আপো ভবন্তু পীতয়ে। সয্যোংরভীস্রবন্তুনঃ।।

শনি গায়ত্রী মন্ত্র

ওম শনৈশ্চরায় বিদ্মহে ছায়াপুত্রায় ধীমহি।

তন্নো মন্দঃ প্রচোদয়াৎ।।

শনি বীজ মন্ত্র

ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ

শনি স্তোত্র

ওম নীলাঞ্জন সমাভাসং রবি পুত্রং যমাগ্রজম।

ছায়ামার্তণ্ড সংভুতং তং নমামি শনৈশ্চরম।।

শনি কষ্ট নিবারণ মন্ত্র

সূর্যপুত্রো দীর্ঘদেহো বিশালাক্ষঃ শিবপ্রিয়ঃ।

দীর্ঘচারঃ প্রসন্নাত্মা পীডাং হরতু মে শনিঃ।।

তন্নো মন্দঃ প্রচোদয়াৎ।।

দশরথকৃত শনি স্তোত্র

প্রসন্নো যদি মে সৌরে! একশ্চাস্তু বরঃ পরঃ।।

রোহিণীঁ ভেদয়িত্বা তু ন গন্তব্যং কদাচন্

সরিতঃ সাগরা যাবদ্যাবচ্চন্দ্রার্কমেদিনী।।

যাচিতং তু মহাসৌরে! নন্যমিচ্ছাম্যহং

এবমস্তুশনিপ্রোক্তং বরলব্ধা তু শাশ্বতম্।।

প্রাপ্যৈবং তু বরং রাজা কৃতকৃত্যোভবত্তদা

পুনরেবাব্রবীত্তুষ্টো বরং বরম্ সুব্রত।।

নমঃ কৃষ্ণায় নীলায় শিতিকণ্ঠ নিভায় চ।

নমঃ কালাগ্নিরূপায় কৃতান্তায় চ বৈ নমঃ।।১।।

নমো নির্মাংস দেহায় দীর্ঘশ্মশ্রুজটায় চ।

নমো বিশালনেত্রায় শুষ্কোদর ভয়াকৃতে।।২।।

নমঃ পুষ্কলগাত্রায় স্থূলরোম্ণেথ বৈ নমঃ।

নমো দীর্ঘায় শুষ্কায় কালদংষ্ট্র নমোস্তুতে।।৩।।

নমস্তে কোটরাক্ষায় দুর্নরীক্ষ্যায় বৈ নমঃ।

নমো ঘোরায় রৌদ্রায় ভীষণায় কপালিনে।।৪।।

নমস্তে সর্বভক্ষায় বলীমুখ নমোস্তুতে।

সূর্যপুত্র নমস্তেস্তু ভাস্করভয়দায় চ।।৫।।

অধোদৃষ্টেঃ নমস্তেস্তু সংবর্তক নমোস্তুতে।

নমো মন্দগতে তুভ্য়ং নিস্ত্রিংশায় নমোস্তুতে।।৬।।

তপসা দগ্ধ-দেহায় নিত্যং যোগরতায় চ।

নমো নিত্যং ক্ষুধার্তায় অতৃপ্তায় চ বৈ নমঃ।।৭।।

জ্ঞানচক্ষুর্নমস্তেস্তু কশ্যপাত্মজ-সুনবে।

তুষ্টো দদাসি বৈ রাজ্যং রূষ্টো হরসি তৎক্ষণাৎ্।।৮।।

দেবসুরমনুষ্যাশ্চ সিদ্ধ-বিদ্যাধরোরগাঃ।

ত্বয়া বিলোকিতাঃ সর্বে নাশং যান্তি সমূলতঃ।।৯।।

প্রসাদ কুরু মে সৌরে! বারদো ভব ভাস্করে।

এবং স্তুতস্তদা সৌরির্গ্রহরাজো মহাবলঃ।।১০।।

দশরথ উবাচ

প্রসন্নো যদি মে সৌরে! বরং দেহি মমেপ্সিতম্।

অদ্য প্রভৃতি-পিঙ্গাক্ষ! পীড়া দেয়া ন কস্যচিৎ।।

You might also like!