kolkata

5 hours ago

Nabanna Abhijan: নবান্ন অভিযানে রণক্ষেত্র কলকাতা, আহত শতাধিক, শুভেন্দুর নেতৃত্বে বিক্ষোভ!

Shuvendu Adhikaris protest on Park Street
Shuvendu Adhikaris protest on Park Street

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে নির্যাতিতার পরিবারের ডাকে নবান্ন অভিযানের পথে শহরজুড়ে উত্তেজনা। পার্ক স্ট্রিট চত্বরে বিজেপি বিধায়ক ও সমর্থকদের মিছিল আটকাতে পুলিশের সক্রিয় ভূমিকা ঘিরে বেধে যায় ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখান বিরোধী  দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতানেত্রীরা। 

পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে যান শুভেন্দু অধিকারীরা। অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্য বিধানদের নিয়ে রাস্তার একপাশে বসে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, "অভয়ার বাবা-মাকেও মেরেছে। আমাকেও পুলিশ লাঠি দিয়ে মেরেছে। একশোর বেশি মানুষ আহত হয়েছেন। বিজেপির বিধায়কদের মারধর করা হয়েছে।" এদিন নবান্ন অভিযান ঘিরে পার্ক স্ট্রিট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভয়ার মার অভিযোগ, তাঁকেও পুলিশ মারধর করেছে। পার্ক স্ট্রিট ধরে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর সঙ্গে হাঁটতে দেখা যায় নির্যাতিতার মা-বাবাকে। নির্যাতিতার বাবা বলেন, "আমাদের মারধর  করেছে, তবে আমরা যাবই নবান্নে।"  

"আমরা তো নিরস্ত্র, এই ব্যারিকেড সরিয়ে দিন। আমাদের কেন এত ভয় পাচ্ছেন আপনারা? আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই পুলিশ বিভিন্ন জায়গায় এসে আমাদের আটকাচ্ছে। আমরা চোর পুলিশ খেলা খেলে এই পর্যন্ত এসে পৌঁছেছি। ধর্মতলায় মেরে আমার হাতের শাঁখা পর্যন্ত ভেঙে দিয়েছে পুলিশ। রাস্তায় ফেলে  আমাকে মেরেছে।" বললেন নির্যাতিতার মা। একদিকে নির্যাতিতার ন্যায়ের দাবি, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে দমননীতির অভিযোগ—এই দুইয়ের সংঘাতে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। নবান্ন অভিযানের জেরে ফের একবার রাজনৈতিক উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।

You might also like!