Game

2 hours ago

Asia Cup 2025 :১৪ সেপ্টেম্বর কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ? এশিয়া কাপের আয়োজকদের ঘোষণায় মিলল উত্তর

Asia Cup 2025
Asia Cup 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সরকারি ভাবে প্রকাশ পেল এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণ সূচি। গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) জানিয়েছে, গ্রুপ পর্বে ভারত মুখোমুখি হবে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের বিরুদ্ধে। অন্যদিকে, দ্বিতীয় গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

মোট আটটি দলকে নিয়ে হবে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে চলবে প্রতিযোগিতা। গোটা প্রতিযোগিতাই হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ম্যাচগুলি হবে দুবাই এবং আবু ধাবিতে। সূচি অনুযায়ী, তিন বার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। এ ছাড়া ১০ সেপ্টেম্বর ভারত-আমিরশাহি এবং ১৯ সেপ্টেম্বর ভারত-ওমান ম্যাচ রয়েছে। ভারত এবং পাকিস্তান দু’দলই সুপার ফোর পর্বের যোগ্যতা অর্জন করলে সেই ম্যাচ হবে ২১ সেপ্টেম্বর।

৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে। ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান মুখোমুখি হবে। ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলবে হংকংয়ের সঙ্গে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহি। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াই।

সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। সে দিন গ্রুপ ‘বি’র প্রথম এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে। ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে গ্রুপ ‘এ’র প্রথম এবং দ্বিতীয় দল। ২৩ সেপ্টেম্বর গ্রুপ ‘এ’র প্রথম এবং গ্রুপ ‘বি’র দ্বিতীয় দলের খেলা। ২৪ সেপ্টেম্বর গ্রুপ ‘এ’র দ্বিতীয় এবং গ্রুপ ‘বি’র প্রথম দলের ম্যাচ। ২৫ সেপ্টেম্বর দুই গ্রুপের দ্বিতীয় দলের ম্যাচ। ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ, ভারত এবং পাকিস্তান ফাইনালে উঠলে তিন বার মুখোমুখি হবে এশিয়া কাপে।


You might also like!