Country

3 hours ago

Moradabad flood news:নিরন্তর বাড়ছে রামগঙ্গা নদীর জলস্তর, প্লাবিত মোরাদাবাদের বিস্তীর্ণ এলাকা

Moradabad flood news
Moradabad flood news

 

মোরাদাবাদ, ১০ আগস্ট: ভারী বৃষ্টিপাতের জেরে রামগঙ্গা নদীর জলস্তর বেড়ে প্লাবিত উত্তর প্রদেশের মোরাদাবাদের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে জনবসতিপূর্ণ এলাকা। সেই জলের মধ্যেই চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষজনকে

বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তর প্রদেশের মোরাদাবাদে। কখনও মুষলধারে, কখনও আবার মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে রামগঙ্গা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। নদীর জল উপচে প্লাবিত হয়েছে মোরাদাবাদের বিস্তীর্ণ এলাকা। সেই জলের মধ্যেই চলাফেরা করতে হচ্ছে স্থানীয় মানুষজনকে

You might also like!