কলকাতা, ৯ আগস্ট, : “সকলকে জানাই রাখি বন্ধনের আন্তরিক শুভকামনা।” শনিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, আজকের এই পবিত্র দিনটি ভাই-বোনের গভীর স্নেহ, ভালোবাসা ও আন্তরিক বন্ধনের প্রতীক। এই পবিত্র সম্পর্কের বন্ধন আমাদের জীবনে আনুক শান্তি, সুখ ও সুরক্ষা।”
সকলকে জানাই রাখি বন্ধনের আন্তরিক শুভকামনা।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 9, 2025
আজকের এই পবিত্র দিনটি ভাই-বোনের গভীর স্নেহ, ভালোবাসা ও আন্তরিক বন্ধনের প্রতীক। এই পবিত্র সম্পর্কের বন্ধন আমাদের জীবনে আনুক শান্তি, সুখ ও সুরক্ষা। pic.twitter.com/hvXj4nLeW8