Game

2 months ago

IPL 2025: আইপিএল প্লেঅফ, পাঞ্জাবের জয়-পরাজয়ের রেকর্ড

Punjab Kings,IPL 2025
Punjab Kings,IPL 2025

 

কলকাতা, ২৯ মে  : পাঞ্জাব (পিবিকেএস)  কোয়ালিফায়ার ১-এ বৃহস্পতিবার বেঙ্গালুরুর (আরসিবির) মুখোমুখি হবে। শীর্ষস্থানে থেকে পাঞ্জাব প্লে অফে এসেছে।

আইপিএল প্লেঅফে পাঞ্জাবের রেকর্ড - 

আইপিএল প্লেঅফে পিবিকেএস-এর জয়/পরাজয়ের রেকর্ড:

**খেলেছে: ৪টি

**জিতেছে: ১টি

**হেরেছে: ৩টি

শেষ ফলাফল: কলকাতা নাইট রাইডার্সের কাছে ৩ উইকেটে হেরেছে। (ফাইনাল, ২০১৪)

সর্বোচ্চ স্কোর: ২২৬/৬ বনাম চেন্নাই সুপার কিংস (এলিমিনেটর, ২০১৪)

সর্বনিম্ন স্কোর: ১১২/৮ বনাম চেন্নাই সুপার কিংস (এলিমিনেটর, ২০০৮)

প্লেঅফে পিবিকেএস শেষ করেছে:

**২০০৮ - এলিমিনেটর (চেন্নাই সুপার কিংসের কাছে ৯ উইকেটে হার)

**২০১৪ - ফাইনাল (কলকাতা নাইট রাইডার্সের কাছে ৩ উইকেটে হার)


You might also like!