Game

3 hours ago

Euro 2025: আতলেতিকোয় এবার ইউরো জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড

Giacomo Raspadori joins Atlético Madrid
Giacomo Raspadori joins Atlético Madrid

 

মাদ্রিদ, ১২ আগস্ট  : নতুন মরসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়াচ্ছে আতলেতিকো মাদ্রিদ। এবার নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে নিল স্প্যানিশ ক্লাবটি। ২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি। সোমবার জানিয়েছে আতলেতিকো। এজন্য ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লা লিগার দলটিকে। গ্রীষ্মের দলবদলে এই নিয়ে সাত জন খেলোয়াড় দলে টানল আতলেতিকো।গত মরসুমে নাপোলির জার্সিতে দ্বিতীয়বারের মতো সেরি আ জেতেন রাসপাদোরি। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচ খেলে ১৩ গোল ও ১০টি অ্যাসিস্ট করেন তিনি। ২০২০ সালে ইউরো জয়ী ইতালি দলের সদস্য ছিলেন রাসপাদোরি। দেশের হয়ে ৪০ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।

You might also like!