Country

2 hours ago

CM Rekha Gupta Attacked: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড়, অভিযুক্ত গ্রেপ্তার, নিন্দায় সরব কেজরিওয়াল!

Delhi chief minister Rekha Gupta, the accused Rajesh Bhaiji and AAP supremo Arvind Kejriwal
Delhi chief minister Rekha Gupta, the accused Rajesh Bhaiji and AAP supremo Arvind Kejriwal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর প্রকাশ্য হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। ঘটনাটিকে তীব্র নিন্দা করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলের পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরুদ্ধ মত থাকবে। কিন্তু সেখানে হিংসার কোনও স্থান নেই। দিল্লি পুলিশের উপর আস্থা প্রকাশ করেন তিনি। কেজরিওয়াল লেখেন, ‘আমার বিশ্বাস দিল্লি পুলিস দ্রুত ব্যবস্থা নেবে। আমি আশা করব মুখ্যমন্ত্রী নিরাপদে আছেন এবং সুস্থ আছেন।’ দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে সমর্থন করে আপ নেত্রী অতীশী এই আক্রমণের নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণ নিন্দনীয়। গণতন্ত্রে বিরোধীতা এবং মতপার্থক্য থাকবে কিন্তু হিংসার স্থান নেই।’  

জানা গিয়েছে, বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি বাসভবনে চলছিল নিয়মিত ‘জন শুনানি’। সেখানেই হঠাৎই আক্রমণ চালান রাজেশ সাকারিয়া নামের এক ব্যক্তি। বয়স আনুমানিক ৩৫ বছর। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং অতর্কিতে আক্রমণের চেষ্টা করেন। তবে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন।  রাজকোটের বাসিন্দা অভিযুক্ত রাজেশ সাকারিয়ার মা ভানুর দাবি, রাজেশ কুকুরপ্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লির পথকুকুর নিয়ে যে রায় দিয়েছে তা নাকি একেবারেই পছন্দ ছিল না তাঁর। তাঁর কথায়, “রায়টা একেবারেই পছন্দ ছিল না ওর। এরপরই দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়ে। তারপরে আমরা আর কিছু জানি না।”  

দিল্লির বুকে মুখ্যমন্ত্রীর ওপর এহেন হামলাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের উদ্দেশ্য নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। অরবিন্দ কেজরিওয়াল হামলার ঘটনার কড়া সমালোচনা করে বলেন, “যে কোনও রাজনৈতিক মতভেদ থাকুক না কেন, এই ধরনের আক্রমণ কখনও মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীর উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা।”

You might also like!