Game

2 hours ago

Romelu Lukaku: দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন লুকাকু

Romelu Lukaku
Romelu Lukaku

 

নাপোলি, ১৯ আগস্ট: সিরি আ'র শিরোপা ধরে রাখার অভিযানের আগেই বড় ধাক্কা খেল নাপোলি। তারা তাদের দলের সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে লম্বা সময়ের জন্য হারালো। কারন, ঊরুর ইনজুরির কারনে লুকাকু ছিটকে গেছেন। গত বৃহস্পতিবার প্রাক-মরসুম প্রস্তুতিপর্বে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে গিয়ে ঊরুতে চোট পান লুকাকু। সোমবার (১৮ আগস্ট) তার চোট বেশ গুরুতর বলে জানিয়েছে নাপোলি। নাপোলি এও জানিয়েছে বেলজিয়াম তারকার সেরে উঠতে কয়েক মাস লাগতে পারে। এমনকি এই ফরোয়ার্ডের অস্ত্রোপচারও করা লাগতে পারে। ইতিমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে লুকাকুর।

You might also like!