দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সংসদের অভ্যন্তরে হেনস্থার শিকার হয়েছেন তৃণমূলের মহিলা সাংসদরা। বুধবার লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশের সময় এ ধরনের মারাত্মক অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বিল পেশের সঙ্গে সঙ্গে সংসদে ব্যাপক হাঙ্গামার মধ্যে বিজেপি সাংসদের হাতে হেনস্থার শিকার হয়েছেন শতাব্দী রায়, মিতালি বাগ এবং অন্যান্য মহিলা সাংসদরা।সংসদ কক্ষের বাইরে বেরিয়ে হেনস্থার অভিযোগে সরব হন আরামবাগের সাংসদ মিতালি বাগ। তাঁর অভিযোগ, বিজেপি সাংসদ রভনীত সিং বিট্টু ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপি সাংসদ কিরেন রিজিজু তাঁদের হেনস্থা করেছেন। মিতালির অভিযোগ, সংবিধান সংশোধনী বিল নিয়ে প্রতিবাদ করায় হেনস্থা করা হয়েছে।
মিতালি বলেন, ‘আমরা গণতন্ত্রকে বাঁচাতে শান্তিপূর্ণ ভাবে বিলের বিরোধিতা করে স্লোগান দিচ্ছিলাম। সে সময়ে হঠাৎ নিজেদের আসন থেকে উঠে একেবারে ছুটে আমাদের কাছে চলে আসেন রভনীত সিং বিট্টু এবং কিরেন রিজিজু। আমার সামনে থাকা একজনকে ওঁরা ধাক্কা দিতে তিনি পড়ে যান। এর পরে এমন ভাবে সামনাসামনি ধাক্কা দিয়েছে যে আমার বলতে লজ্জা লাগছে।’ এখানেই শেষ নয় খিমচে চামড়া তুলে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
বিজেপি সাংসদদের সঙ্গে ধাক্কাধাক্কির সময় মিতালির পাশে ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের মহিলা সাংসদ।বুধবার সংসদে কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৫—এই তিনটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল থেকেই ১৩০তম সংবিধান সংশোধনী বিলকে কেন্দ্র করে সংসদ সরগরম থাকে। বিল পেশ হতেই বিরোধীরা তাদের আসন ত্যাগ করে সংসদে বিক্ষোভ শুরু করেন। তাদের নিয়ন্ত্রণে রাখতে আসন ত্যাগ করে উঠে পড়েন বিজেপি সাংসদরাও। সেই হট্টগোলের মাঝেই হেনস্থার শিকার হন তৃণমূলের মহিলা সাংসদরা।