মুম্বই, ১৯ আগস্ট : সেপ্টেম্বর মাসে দুবাইতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। মঙ্গলবার দল ঘোষণা করার কথা ভারতের। তার আগে বড় এক ধাক্কা খেল এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। কারন ইনজুরিতে ছিটকে গেলেন ইশান কিষাণ। ইনজুরির জন্য আগেই ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্থ। তার বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছিল ইশান কিষাণকে। দলীপ ট্রফিতে ভালো খেলে জাতীয় দলে কামব্যাকই ছিল তার লক্ষ্য। কিন্তু আরও একবার বাধা হয়ে দাঁড়াল চোট। ইনজুরির জন্য আসন্ন দলীপ ট্রফিতেও খেলতে পারবেন না কিষাণ।
২৮ অগস্ট থেকে শুরু হওয়া দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল কিষাণকে। তাই ফিট হওয়ার জন্য বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন তিনি। কিন্তু সময়ের মধ্যে সেরে উঠল না চোট। সুতরাং দলীপ ট্রফিতে খেলা হচ্ছে না কিষানের। ইশানের অনুপস্থিতিতে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। কিষাণ এর পরিবর্তে ওড়িশার ২০ বছর বয়সী ক্রিকেটার আশীর্বাদ স্বাইনকে নেওয়া হয়েছে পূর্বাঞ্চল স্কোয়াডে।