দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন জিতে বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডিকে ‘বিরল করমর্দন’-এর মাধ্যমে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার এই বিরল মুহূর্তের সাক্ষী হয় সংসদ ভবন চত্বর। এদিন সংসদে রাহুল গান্ধীর ‘ভোটচুরি’ অভিযোগের কারণে উত্তেজনা বিরাজ করছিল, শাসক ও বিরোধী পক্ষ একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছিল। সেই উত্তেজনার মাঝেই কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়কে স্বাগত জানিয়ে দুই নেতার সৌজন্যমূলক এই মুহূর্ত নজর কেড়েছে।
একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে জয়ী বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি ও রাহুল গান্ধীর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। রাহুলকে দেখা মাত্র এগিয়ে আসেন রাজীব। কংগ্রেস নেতাও এগিয়ে গিয়ে করমর্দন করেন তাঁর সঙ্গে। এরপরেই সাংবাদিকদের রাহুল বলেন, “কংগ্রেস ও বিজেপির একটি বিরল করমর্দন। যাই হোক অভিনন্দন জানাই।” পালটা ‘ধন্যবাদ’ জানান রাজীবও।
উল্লেখ্য, রাজীব প্রতাপ রুডি এই নিয়ে দ্বিতীয়বার কনস্টিটিউশন ক্লাবের নির্বাচিত নেতা হলেন। সতীর্থ বিজেপির সঞ্জীব বালিয়ানকে হারান তিনি। ক্লাব সদস্যের সংখ্যা ১২৯৫। এদের মধ্যে ৭০৭ জন ভোট দেন। তাদের মধ্যে রয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।