Entertainment

3 hours ago

Celebratory News: স্কুলের ব্যস্ততার মাঝেও জমজমাট উদ্‌যাপন! ইউভানের জন্মদিনে কোন থিম বেছে নিলেন তারকা দম্পতি?

Raj, Yuvaan and Subhashree pose at the birthday party
Raj, Yuvaan and Subhashree pose at the birthday party

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চক্রবর্তী পরিবারে সকাল থেকেই খুশির আমেজ ও ব্যস্ততা তুঙ্গে। আজ ঘরের আদরের দস্যি ইউভান চক্রবর্তীর জন্মদিন। ১২ সেপ্টেম্বর পাঁচে পা দিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র। ঘুম থেকে উঠেই ছেলের উৎসাহে মুগ্ধ তারকাদম্পতি। ছোট বোন ইয়ালিনি চক্রবর্তী, মাত্র দেড় বছর বয়সেই আধো আধো ভাষায় দাদাকে জানাল জন্মদিনের শুভেচ্ছা। ইচ্ছা থাকলেও ছেলের জন্মদিনে ছুটি পাননি বাবা রাজ। সকালে শুটিং, তার পর ব্যারাকপুরে যেতে হবে। তবে বিকেলবেলা ইউভানের বন্ধুদের নিয়ে একটা বিশেষ পার্টির আয়োজন করেছেন তাঁরা। এই বছর ইউভানের জন্মদিনের থিম হল ‘সোনিক’। অ্যাভেঞ্জার ইউভানের খুব প্রিয়। ছেলের সব পছন্দের জিনিস দিয়ে দিনটা সাজানোর চেষ্টা করছেন তাঁরা।

পিতৃত্বের পাঁচ বছরে রাজ জানালেন, আগে শুধুই নিজের কাজ নিয়ে ভাবতেন। ইউভান আসার পরে তাঁর জীবনের মানে বদলে গিয়েছে। ভাবনাচিন্তার পরিসর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রাজ যোগ করেন, “সকালবেলা সে স্কুলে গিয়েছে। ও স্কুলে যেতে খুব ভালবাসে। তাই জন্মদিনেও সে সকাল থেকে তৈরি স্কুলে যাওয়ার জন্য। বন্ধুদের জন্য বেশ কিছু উপহারও নিয়ে গিয়েছে।” তবে বাবা রাজের একটাই চিন্তা, ছেলে কিছু খেতে চায় না। তিনি বলেন, “ওর কাছে খাওয়া মানে সময় নষ্ট। আজ ঘুম থেকে উঠে সকাল থেকে বলছে, ‘আমার আজ জন্মদিন, আমার আজ জন্মদিন’। এটাই করে যাচ্ছে। মাখানা, কলা এই সব খায়। আর মাছভাজা খেতে ভালবাসে।” ইয়ালিনিও দাদার জন্মদিনে সকাল থেকে উত্তেজিত। রাতে সবাই মিলে একসঙ্গে বড় পার্টির আয়োজন করেছেন রাজ এবং শুভশ্রী।



You might also like!