Country

2 hours ago

Uttarkashi:জাতীয় সড়ক ধসে বিপর্যস্ত উত্তরকাশী, উদ্ধারকাজে বাধা, মৃত বেড়ে ৫

Uttarkashi highway collapse
Uttarkashi highway collapse

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্টি হয়েছে ভয়াবহ বিপর্যয়। একটানা প্রবল বর্ষণে যেন পুরো একটি গ্রামই মাটির সঙ্গে মিশে গিয়েছে। ধারালী গ্রামে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। নিখোঁজ রয়েছেন ১০০ জনেরও বেশি। টানা বৃষ্টিপাতের কারণে বুধবারও উদ্ধারকার্যে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার দুপুরে হঠাতই বিপর্যয় নেমে আসে উত্তরকাশীতে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে ক্ষীরগঙ্গা নদীতে। সেখান থেকে বিপুল জলস্রোত ও কাদামাটি এসে ভাসিয়ে নিয়ে যায় ধারালী গ্রামের একের পর এক ঘরবাড়ি, হোটেল। এমনকী নিখোঁজ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ানও।

গতকাল দুপুর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফের টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজে। নিখোঁজ মানুষকে খোঁজার জন্য নামানো হচ্ছে এনডিআরএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তাদের দিল্লি থেকে এয়ারলিফ্ট করে আনা হচ্ছে। ভূমিধসের জেরে ৫টি জাতীয় সড়ক সহ মোট ১৬৩টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

গতকাল হড়পা বান ও ধসে ১১ জওয়ান নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ২ জন সেনা জওয়ানকে উদ্ধার হয় গতকাল রাতেই। এখনও নিখোঁজ ৯ জন জওয়ান। এ দিন এনডিআরএফের ডিআইজি অপারেশন মহসিন শাহেদী সাংবাদিক বৈঠক করে জানান, এখনও ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। ১৫০ জনকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। এনডিআরএফের ৩টে টিম কাজ করছে। আরও ৩টে টিম উদ্ধারকার্যে সামিল হতে আসছে।  কিছু টিমকে স্ট্যান্ডবাই টিম রাখা হয়েছে এয়ারপোর্টে।  ভারতীয় সেনা, আইটিবিপি (ITBP), এসডিআরএফ (SDRF)-ও উদ্ধারকাজে সাহায্য করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে ফোনে কথা বলেন এবং উদ্ধারকাজ নিয়ে আপডেট নেন। কেন্দ্রের তরফে সবধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।

আবহাওয়া দফতরের তরফে আজও লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে আটকে রয়েছে উদ্ধারকাজ।

You might also like!