Entertainment

4 hours ago

Bollywood News: যশ রাজ ফিল্মস ছাড়লেন অভিনেতা রণবীর সিং, মুখ খুললেন শানু শর্মা

Actor Ranveer Singh left  Yash Raj Films production
Actor Ranveer Singh left Yash Raj Films production

 

মুম্বই, ৮ আগস্ট : 'ব্যান্ড বাজা বারাত' সিনেমার মাধ্যমেই বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেতা রণবীর সিং। যশ রাজ ফিল্মসের সঙ্গে মোট চারটি ছবি করেছেন, 'ব্যান্ড বাজা বারাত', 'লেডিস ভার্সেস রিকি বাহল', 'বেফিকরে' এবং 'জয়েশভাই জোরদার'। তবে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে এবার প্রযোজনা সংস্থা ছাড়লেন অভিনেতা রণবীর সিং, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, রণবীরের প্রোডাকশন হাউস ছেড়ে যাওয়ায় আমার মোটেও খারাপ লাগেনি। তিনি তাঁর জীবনে এগিয়ে যাচ্ছেন এবং আমি তাঁকে শুভেচ্ছা জানাই। তিনি আরও বলেন, রণবীর এগিয়ে যেতে চেয়েছিলেন, তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার জন্য তিনি সর্বদা আমার সবচেয়ে ভালো বন্ধু থাকবেন এবং আমাদের মধ্যে কখনও কোনও তিক্ততা ছিল না। সবকিছুর পরেও এটি একটি ব্যবসা। আমরা যদি কাউকে লঞ্চ করি, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাঁরা প্রযোজনা সংস্থা ছেড়ে দিলেও, আমার সমর্থন তাঁদের সাথেই থাকে।

You might also like!