নয়াদিল্লি, ৫ আগস্ট : আগামী ৫-৬ দিন দেশের সর্বত্রই কমবেশি বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫-৬ দিনের মধ্যে দেশের পূর্ব, পশ্চিম, মধ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা কেরলে ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, রায়লসীমা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।