বারবাডোজ, ৪ আগস্ট : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে শক্তিশালী শুরু করতে সাহায্য করার জন্য ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। সাহিবজাদা ফারহানের সাথে ১৩৮ রানের উদ্বোধনী জুটিতে সায়িম আইয়ুবের অর্ধশতক ছিল। এই দুজনের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে পাকিস্তান চার উইকেটে ১৮৯ রান করে এবং তারপর যথেষ্ট ভালো বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে ১৭৬ রানে সীমাবদ্ধ রাখে। এর ফলে পাকিস্তান ১৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারায় সেই সঙ্গে ২-১এ সিরিজ জিতে যায়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যালিক আথানাজ ৪০ বলে ৬০ রান করেন, হোপের সাথে ৩০ এবং রাদারফোর্ডের সাথে ৩৬ রানের জুটি গড়েন। আর রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রান করেন। তিনি ওয়েস্ট ইন্ডিজকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ ওভারে তার আউটের ফলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান জয়লাভ করে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা এনেছিল l এবার দুটি দল তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।