Country

6 hours ago

Himachal Pradesh Floods: ৫৮০টি রাস্তা এখনও বন্ধ, বৃষ্টি থামছেই না হিমাচলে

Himachal Pradesh Flood
Himachal Pradesh Flood

 

শিমলা, ১৩: তিনটি জাতীয় সড়ক-সহ প্রায় ৫৮০টি রাস্তা এখনও বন্ধ রয়েছে হিমাচল প্রদেশে। একইসঙ্গে বৃষ্টিও থামছে না পাহাড়ি এই রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে, অতি ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। হিমাচলের জরুরি অপারেশন সেন্টারের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, কুল্লু জেলায় জাতীয় সড়ক-০৩ এবং জাতীয় সড়ক-৩০৫ সহ ২০৬টি রাস্তা বন্ধ রয়েছে। এছাড়াও মান্ডিতে ১৪১টি, শিমলায় ৭২টি, কাংড়ায় ৪৪টি, চাম্বায় ৩০টি, সিরমাউরে ২৯টি, উনায় ২০টি (জাতীয় সড়ক-৫০৩এ সহ), সোলানে ১৯টি, বিলাসপুরে ১৫টি, কিন্নৌরে দু'টি এবং হামিরপুর, লাহাউল ও স্পিতি জেলায় একটি করে রাস্তা বন্ধ রয়েছে।

You might also like!