পুরী, ১৪ আগস্ট : ফের জাতীয় শিক্ষানীতি নিয়ে সওয়াল করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০-তে, প্রাথমিক স্তরে মাতৃভাষাভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পূজার্চনার পর মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "শিশুদের নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করা উচিত এবং নীতিমালায় এটাই লেখা আছে। আমাদের সভ্যতাকে শক্তিশালী রাখতে, আমাদের প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় নিশ্চিত করা উচিত।"