নয়াদিল্লি, ১১ আগস্ট : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিরোধী দলগুলি। কিন্তু, অনুমতি না থাকায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউত-সহ বিরোধী দলের অনেক নেতাকেই আটক করে দিল্লি পুলিশ।
বিরোধীদের মিছিলে দেখা যায় বিভিন্ন ভাষায় লেখা পোস্টার। কমবেশি প্রতিটি পোস্টারেই ‘ভোট চুরি’ বন্ধ করার দাবি। কোনও কোনও পোস্টারে আবার এসআইআর-এর বিরুদ্ধে স্লোগান। তৃণমূল সাংসদদের হাতে থাকা ব্যানার এবং পোস্টারে নির্বাচন কমিশনকে বিঁধে লেখা হয়েছে, ‘চুপি চুপি ভোটের কারচুপি’। পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়লেন বিরোধী জোটে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের সাংসদেরা। রাস্তায় বসেই কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে স্লোগান দেন তাঁরা। স্লোগান দিতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতেই রাস্তায় অবস্থানে বসে পড়েছিলেন বিরোধী দলের সাংসদেরা। চেয়ার বসেছিলেন প্রবীণ সাংসদ শরদ পওয়ার, মল্লিকার্জুন খড়্গেরাও। অবস্থান তুলতে সাংসদদের আটক করা শুরু করে দিল্লি পুলিশ। আটক করে বাসে তোলা হয় রাহুল, প্রিয়াঙ্কা, মহুয়া-সহ অন্য সাংসদদের।