Country

3 hours ago

Delhi Bomb Threat : দিল্লির ৬টি স্কুলে বোমার হুমকি, আতঙ্কিত অভিভাবক ও পড়ুয়ারা

Six schools across Delhi received fresh bomb threats earlier today
Six schools across Delhi received fresh bomb threats earlier today

 

নয়াদিল্লি, ২১ আগস্ট : আবারও দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়াল। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও বোমাতঙ্কের জেরে আতঙ্ক ছড়ালো অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। এদিন দিল্লির ৬টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। খবর পাওয়া মাত্রই স্কুলগুলিতে পৌঁছেছে পুলিশ। রয়েছে বম্ব স্কোয়াডও।

পুলিশ সূত্রের খবর, প্রসাদ নগরের অন্ধ্র এডুকেশন সোসাইটি সিনিয়র সেকেন্ডারি স্কুল, দ্বারকা সেক্টর ৫-এর বিজিএস ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, ছাওলার রাও মান সিং সিনিয়র সেকেন্ডারি স্কুল, দ্বারকা সেক্টর ১-এর ম্যাক্সফোর্ট স্কুল এবং দ্বারকা সেক্টর ১০-এর ইন্দ্রপ্রস্থ ইন্টারন্যাশনাল স্কুল-সহ ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে; এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, কোনও স্কুলে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে ইমেলগুলি ‘ভুয়ো’, সেই দাবি এখনই করতে নারাজ পুলিশ। কে বা কারা এই ইমেল করল, তা এখনও জানা যায়নি। পুলিশের মতে, বোমাতঙ্ক কাটার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

You might also like!