kolkata

3 hours ago

Dilip Ghosh Shamik Bhattacharya:মোদির দমদম সফরে ডাক পাননি দিলীপ, শমীক দলে থেকেও উপেক্ষিত

Dilip Ghosh not invited
Dilip Ghosh not invited

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :দমদমে প্রধানমন্ত্রীর সভাতেও দেখা মিলবে না বঙ্গ বিজেপির প্রভাবশালী মুখ দিলীপ ঘোষের। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই স্পষ্ট জানালেন, এই সভার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তাঁর উপস্থিতি নিয়েই আর কোনও সংশয় রইল না। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর জল্পনা ছিল, হয়তো দলীয় রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকা পাবেন দিলীপ। কিন্তু বাস্তবে ছবিটা উল্টো—এখনও তিনি উপেক্ষিতই থেকে যাচ্ছেন।

আগামিকাল অর্থাৎ ২২ আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ?  বৃহস্পতিবার নিজেই বিষ,য়টা খোলসা করলেন দিলীপ। তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিজেপিতে প্রকট নব্য-পুরনো দ্বন্দ্ব। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা। গত কিছুদিনে মোদি, শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ। যা নিয়ে বিতর্ক কম হয়নি। পরবর্তীতে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল ছবিটা পালটাবে। দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপের। কিন্তু কোথায় কী! মোদির দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না ‘দাবাং’ দিলীপ।

You might also like!