Business

5 hours ago

India's GST 2.0: জিএসটি কাঠামোয় সংস্কার, বাজার খুলতেই মাথা তুলল শেয়ার সূচক

GST impact on Indian stock market today
GST impact on Indian stock market today

 

মুম্বই, ৪ সেপ্টেম্বর : জিএসটি কাঠামোয় সংস্কারের ঘোষণার পর শেয়ার বাজারের উত্থান এক রকম প্রত্যাশিতই ছিল। ঠিক সেই অনুযায়ী বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে মাথা তুলল সূচক। এদিন শুরুতেই সেনসেক্স ৮৫০ পয়েন্টের বেশি উঠে যায়। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ সূচক ৬২৪.৪৯ পয়েন্ট উঠে ৮১,১৭৯.০৪ অঙ্কে পৌঁছয়। নিফটি ১৭৩.৪০ পয়েন্ট উঠে হয়েছে ২৪,৮৮৯.৫৫। মুদ্রার বাজারের লেনদেনের শুরুতে ডলারের নিরিখে উন্নতি হয়েছে ভারতীয় মুদ্রারও। ১ ডলারের দাম ১৭ পয়সা কমে হয়েছে ৮৭.৮৫ টাকা।

You might also like!