Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

West Bengal

4 months ago

Eid-ul-Fitr 2025: ইদে তারকেশ্বরে সম্প্রীতির ছবি

Tarkeshwar
Tarkeshwar

 

হুগলি, ৩১ মার্চ : একদিকে পালিত হচ্ছে ইদ উৎসব। অন্যদিকে চৈত্রের গাজন উৎসবও চলছে। সোমবার হওয়ায় তারকেশ্বর মন্দিরে ছিল ভক্তদের ভিড়। শিবের মাথায় জল দিতে দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন এদিন। সেখানেই দেখা গেল এক অনন্য সম্প্রীতির ছবি। এদিন মন্দিরে আসা পুণ্যার্থীদের জন্য শরবত নিয়ে আসেন একদল মুসলমান যুবক। সোমবার সকাল থেকেই তারকেশ্বর-আরামবাগ এলাকার মুসলমান অধ্যুষিত এলাকায় নামাজ পড়া শুরু হয়। নামাজের পর তারকেশ্বর মন্দিরে আসা পুণ্যার্থীদের শরবত দিয়ে তৃষ্ণা মেটান তারকেশ্বরের বাগবাড়ি এলাকার একদল মুসলমান যুবক। এদিন সকাল থেকেই বিপুল সংখ্যক পুণ্যার্থী তারকেশ্বরে যান। এসময় ভক্তদের শরবত দেন একদল মুসলমান যুবক। তারকেশ্বরে তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ভক্তরা।

You might also like!