Odisha

1 month ago

Gokulananda Das obituary:প্রখ্যাত গণিতজ্ঞ গোকুলানন্দ দাসের প্রয়াণে শোকপ্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Union Education Minister condolence
Union Education Minister condolence

 

ভুবনেশ্বর, ১৭ আগস্ট : ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যবিশিষ্ট গণিতজ্ঞ অধ্যাপক গোকুলানন্দ দাসের প্রয়াণে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানশ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বলেন, অধ্যাপনাগবেষণায় গভীর অনুরাগী গোকুলানন্দ দাস ছিলেন এক অনন্য শিক্ষক। জগন্নাথদেবের একনিষ্ঠ ভক্ত এই শিক্ষাবিদ আধ্যাত্মিকতাজনপ্রিয় বিজ্ঞান নিয়েও লিখতেন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরেও দিশা দেখাতেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, তাঁর প্রয়াণ শিক্ষাজগতের জন্য অপূরণীয় ক্ষতি। প্রয়াত অধ্যাপকের পরিবার ও ছাত্রছাত্রীদের প্রতি সমবেদনা জানিয়ে জগন্নাথদেবের চরণে প্রার্থনা করেছেন তিনি।

You might also like!