West Bengal

3 weeks ago

Crime Beldanga Murder:বেলডাঙায় দাদুকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে

beldanga murder case
beldanga murder case

 

মুর্শিদাবাদ, ১৩ জুলাই: দাদুকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাসিরউদ্দিন শেখ (৮০)। বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়।

অভিযোগ, শনিবার রাতে নাতি হাসিম শেখ দাদুর কাছে টাকা চেয়েছিল। দাদু টাকা দিতে না চাইলে তাঁকে কিল, ঘুষি মারা হয়। অচৈতন্য হয়ে পড়েন নাসিরউদ্দিন। তাঁকে বেলডাঙা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।


You might also like!