West Bengal

5 days ago

Red alert as Teesta River: ফুঁসছে তিস্তা, জারি লাল সতর্কতা

Teesta River
Teesta River

 

ময়নাগুড়ি, ৩০ জুলাই  : লাল সতর্কতা বহাল তিস্তা নদীর দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। প্লাবিত ময়নাগুড়ি ও ক্রান্তি ব্লকের একাংশ। বাসুসুবা অঞ্চলের কেরানি পাড়া এলাকায় জলমগ্ন শতাধিক বাড়ি। নাওয়া খাওয়া বন্ধ এলাকার বাসিন্দাদের। এলাকায় পানীয় জলের সমস্যা তো আছেই। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হচ্ছে। তবে মঙ্গলবার থেকে তিস্তার জল হু হু করে বাড়তে শুরু করেছে। ডুবে গিয়েছে রাস্তা তথা জাতীয় সড়কের একাংশ। সব মিলিয়ে ঘুম উড়েছে তিস্তা পারের বাসিন্দাদের

You might also like!