Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Travel

1 month ago

Travel safety tips:বেড়াতে গিয়ে প্রতারণার ফাঁদে? জেনে নিন কীভাবে সতর্ক থাকবেন

scam awareness for travelers
scam awareness for travelers

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ভ্রমণের পরিকল্পনা মানেই থাকে অসংখ্য প্রস্তুতি—যাত্রার পথ বেছে নেওয়া থেকে শুরু করে কোন কোন দর্শনীয় স্থানে যাবেন, কিংবা স্থানীয় বাজার থেকে কী কী কিনবেন—সবই থাকে সেই তালিকায়। তবে শুধু পরিকল্পনা করলেই হবে না, এর পাশাপাশি জালিয়াতির ফাঁদ থেকে বাঁচতেও হতে হবে সতর্ক। তাই বেড়াতে গিয়ে স্ক্যামের শিকার না হতে চাইলে কিছু বিষয় মাথায় রাখা একেবারেই জরুরি।

আপনি যদি বিদেশে বেড়াতে যান তাহলে সেখানে যাওয়ার আগে কারেন্সি এক্সচেঞ্জ একটা বড় বিষয়। অনেক সময়ই এই কারেন্সি এক্সচেঞ্জ করার সময় প্রতারণার শিকার হতে হয়। অনেক ক্ষেত্রেই পর্যটকদের কম টাকা দেওয়া হয়। তাই চেষ্টা করবেন যে দেশে বেড়াতে যাচ্ছেন সেই দেশের অনুমোদিত সংস্থা মারফত মুদ্রা বিনিময়ের মতো বিষয় সারার।

অচেনা জায়গায় গিয়ে চুরি-ডাকাতির হাতে পড়ার মতো বিষয় নতুন কিছু নয়। নানা ছুতোয় ভাব জমিয়ে হাতসাফাই করে সর্বস্ব লুট করার মতো বিষয় ঘটার মতো বিষয় থেকে নিজেকে বাঁচাতে সচেতন হন। অচেনা কারও সঙ্গে ভাব জমাবেন না বা নিজের কোনও তথ্য ভাগ করবেন না।

বেড়াতে গিয়ে নানা জয় রাইডের টিকিট অগ্রিম অনলাইন বুকিংয়ের আগেও সচেতন হন। যে সংস্থা থেকে টিকিত বুকিং সারছেন তা আসল কিনা তা অবশ্যই যাচাই করে নেবন। নচেৎ সেই স্থানে গিয়ে বিপদের মুখে পড়তে পারেন।

You might also like!