হারারে, ৩ অক্টোবর : টি-২০ বিশ্বকাপের আসছে আসরের টিকিট নিশ্চিত করল জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে জায়গা করে নিল তারা।বাছাইয়ের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার তারা কেনিয়াকে উড়িয়ে নিশ্চিত করে বিশ্বকাপে খেলা। হারারেতে এদিন কেনিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের জয় পেল ৭ উইকেটে। প্রতিপক্ষকে ১২২ রানে আটকে দিয়ে ৩০ বল আগে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের জয়ের নায়ক ব্রায়ান বেনেট। ২ ছক্কা ও ৮ চারে ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে ৫ চারে ৩৯ রান করেন টাডিওয়ানাশে মারুমানি। কেনিয়ার ইনিংসে সর্বোচ্চ রান করেন রাকেপ প্যাটেল। তিনি ৪৭ বলে ৬৫ রান করেন। এদিকে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে তানজানিয়াকে হারিয়ে টানা চতুর্থ আসরে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে আফ্রিকা থেকে খেলবে মোট তিনটি দল। সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা।