Country

2 hours ago

Puja traffic regulation Guwahati : দুৰ্গোৎসব, ৩ অক্টোবর পৰ্যন্ত গুয়াহাটিতে ঘোষিত ট্রাফিক বিধিনিষেধ

traffic regulation Guwahati (symbolic picture)
traffic regulation Guwahati (symbolic picture)

 

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর : দুৰ্গোৎসবের পরিপ্রেক্ষিতে আগামী ৩ অক্টোবর পৰ্যন্ত গুয়াহাটিতে যানবাহন চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে মহানগর পুলিশ আয়ুক্ত (ট্রাফিক)-এর কার্যালয়।দুর্গোৎসবের সময় জনসাধারণের নিরাপত্তা এবং মসৃণ চলাচল নিশ্চিত করতে গুয়াহাটি শহর জুড়ে একাধিক ট্রাফিক বিধিনিষেধ ঘোষণা করেছেন ট্র্যাফিক শাখার ডিসিপি। বিধিনিষেধ সংবলিত বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন, এই ব্যবস্থার লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহারকারী যেমন শিশু, মহিলা, প্রবীণ নাগরিক এবং বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের রক্ষা করা, পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপক সহ জরুরি যানবাহনের জন্য যাতায়াত নিশ্চিত করা।বিজ্ঞপ্তি অনুসারে, পূজার দিনগুলিতে পণ্যবাহী যানবাহন চলাচল কেবল সকাল ০৪:০০টা থেকে দুপুর ১২:০০টার মধ্যে শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিভিন্ন থানার অধীন ব্যস্ত এলাকায় অপরাহ্ন ০২:০০টা থেকে ভোররাত ০২:০০টা পর্যন্ত ‘নো এন্ট্রি’ এবং ‘ওয়ান ওয়ে’ প্রবিধান জারি করা হয়েছে।দিশপুর থানা এলাকা : ড. আরপি রোডটি গণেশ মন্দির থেকে গণেশগুড়ি ফ্লাইওভারের দিকে একমুখী হবে। চিড়িয়াখানা রোড বা গণেশগুড়ি বাজারের কাছে সার্ভিস রোড থেকে যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।বশিষ্ঠ থানা এলাকা : ওয়ানওয়ে করা হবে পীর আজান ফকির রোড ও বিষ্ণু রাভা পথ। জয়ানগরের দিক থেকে বা ভেটাপাড়া থেকে বেলতলা তিনিআলির দিকে প্রবেশ করতে দেওয়া হবে না। ত্রিপুরা গালির কিছু অংশে পার্কিং সীমাবদ্ধ থাকবে।ভরলুমুখ থানা এলাকা : ফাটাশিল চারিআলি, চাবিপুল, আরকে চৌধুরী রোড এবং বিষ্ণুপুর ব্রিজ থেকে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা। ভরলুমুখ এবং কালিপুরের মধ্যবৰ্তী এটি রোড বরাবর কোনও পার্কিঙে অনুমোদন নেই।জালুকবাড়ি, পানবাজার ও নুনমাটি রুটে ডাইভারশন জারি করে বলা হয়েছে, জালুকবাড়ি রোটারি থেকে পল্টনবাজার, ফাটাশিল, পানবাজার ও ভরলুমুখের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে ডিজি রোডে চলাচলের অনুমতি দেওয়া হবে না।পানবাজারের এমএস রোড থেকে ৪ নম্বর গেটের দিকে চলাচল বন্ধ থাকবে।পাণ্ডুঘাট রোড হবে মালিগাঁও চারিআলির দিকে একমুখী। মালিগাঁও থেকে পাণ্ডুতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।চাঁদমারি-গীতানগর, অনুরাধা পয়েন্ট থেকে নো এন্ট্রি, শুধুমাত্র হাতিগড় চারিআলি থেকে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।নুনমাটিতে বন্দনা পয়েন্ট থেকে এসবিআই গলি হয়ে রিফাইনারি গেট পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।লতাশিলে হাইকোর্ট ইস্ট পয়েন্ট (ওয়ার মেমোরিয়াল) এবং লতাশিল চারিআলির মধ্যে এফসি রোড বন্ধ থাকবে।সিটি বাসের রুটও পরিবর্তন করা হয়েছে। বশিষ্ঠ থেকে ধারাপুর, আদাবাড়ি-লালগনেশ, পাঞ্জাবাড়ি-ধারাপুর এবং হাতিগাঁও ও ধারাপুরের মধ্যে চলাচলকারী সিটি বাসগুলি জিএস রোড, গণেশগুড়ি, চাঁদমারি, এমজি রোড এবং অন্যান্য বিকল্প প্রসারিত রাস্তায় ঘুরিয়ে দেওয়া রুট অনুসরণ করবে।নিম্ন অসম থেকে আন্তঃজেলা বাসগুলিকে জালুকবাড়ি দিয়ে শহরে প্রবেশ করতে না দিয়ে আইএসবিটি-তে ঘুরিয়ে দেওয়া হবে।যাত্রীদের নতুন ব্যবস্থায় সহযোগিতা করতে এবং উৎসবকালীন সময় তাঁদের ভ্রমণের পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে গুয়াহাটি ট্ৰাফিক পুলিশ।

You might also like!